‘আইসিপিসি জামিলুর রেজা চৌধুরী বৃত্তি’ পাবেন ইউএপির শিক্ষার্থীরা

২০২২ সালের ৬-১১ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল প্রোগ্রামিংয়ের বিশ্বকাপ আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) ৪৫তম আসর। মর্যাদাপূর্ণ এ আসরের হোস্ট ইউনিভার্সিটি হিসেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) আসরটি আয়োজন করে। যার সহযোগিতায় ছিল আইসিটি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

২০২২ সালের -১১ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল প্রোগ্রামিংয়ের বিশ্বকাপ আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) ৪৫তম আসর। মর্যাদাপূর্ণ আসরের হোস্ট ইউনিভার্সিটি হিসেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) আসরটি আয়োজন করে। যার সহযোগিতায় ছিল আইসিটি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ আসরের চূড়ান্ত পর্ব সফলভাবে আয়োজনের স্বীকৃতিস্বরূপ আইসিপিসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আইসিপিসির সভাপতি . উইলিয়াম বি পাউচার আইসিপিসি জামিলুর রেজা চৌধুরী বৃত্তি অনুমোদন করে, যার অর্থমূল্য ৫০ হাজার ইউএস ডলার। সময়কাল নির্ধারণ করা হয়েছে ২০৩২ সালের ডিসেম্বর পর্যন্ত। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের যেসব শিক্ষার্থী প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ে অংশগ্রহণ করেছে এবং ভবিষ্যতে অংশগ্রহণ করবে, ইউএপির প্রয়াত উপাচার্য অধ্যাপক . জামিলুর রেজা চৌধুরীর সম্মানে তাদের প্রশিক্ষণ, শিক্ষা ইত্যাদি ব্যয়ভার বহনের জন্য বৃত্তিটি প্রদান করা হবে। প্রাপ্ত বৃত্তির পূর্ণ তহবিল ইউএপি বাংলাদেশের আইন অধ্যাদেশ অনুযায়ী পরিচালনা করবে।

আরও