ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সোমবার সবচেয়ে বেশি দর বাড়ার তালিকায় শীর্ষে ছিল আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন এক্সচেঞ্জটিতে ফান্ডটির দর বেড়েছে প্রায় ১০ শতাংশ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সোমবার লেনদেন শুরুর আগে ডিএসইতে ফান্ডটির ইউনিট দর ছিল ৮ টাকা ২০ পয়সা। দিনশেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকায়। সে হিসাবে দিনের ব্যবধানে ফান্ডটির ইউনিট দর বেড়েছে ৮০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ। এদিন ফান্ডটির মোট ১ কোটি ২৪ লাখ ৫২৬টি ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১ লাখ ২০ হাজার টাকা।
গত সপ্তাহে ফান্ডটির ইউনিটহোল্ডারদের জন্য সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ১ দশমিক ২০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৩ পয়সা। হিসাব বছর শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ২১ পয়সায়। বাজারমূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১০ টাকা ১৩ পয়সায়।
গত বছরের ২১ সেপ্টেম্বর থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। এর আগে ওই বছরের ২৮ জুন অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৯তম কমিশন সভায় মেয়াদি এ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করা হয়।