ঢাকায় ফ্যান মিটে ‘‌নাদির অন দ্য গো’

প্রথমবারের মতো আন্তর্জাতিক ট্রাভেল ভ্লগার নাদির অন দ্য গো’র সঙ্গে ফ্যান মিট আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল প্রতিষ্ঠান শেয়ারট্রিপ। এ আয়োজনের মাধ্যমে ফ্যানদের সুযোগ হয়েছে সঙ্গে সরাসরি দেখা করার।

প্রথমবারের মতো আন্তর্জাতিক ট্রাভেল ভ্লগার নাদির অন দ্য গোর সঙ্গে ফ্যান মিট আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল প্রতিষ্ঠান শেয়ারট্রিপ। এ আয়োজনের মাধ্যমে ফ্যানদের সুযোগ হয়েছে সঙ্গে সরাসরি দেখা করার।


আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী মাঠে আয়োজিত এ ফ্যান মিটে ১ হাজার ৩০০ ভ্রমণপ্রেমী অংশ নেন। শেয়ারট্রিপের পৃষ্ঠপোষকতায় এ ফ্যান মিটের আয়োজন করে দ্য মার্ভেল-বি ইউ। ট্রাভেল ভ্লগার নাদির অন দ্য গো ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এনায়েত চৌধুরী, আমিন হান্নান চৌধুরী, তৌফিকুল হাসান নিহাল ও এনামুল হকসহ প্রায় ৫০ জন ইনফ্লুয়েন্সার।


ফ্যান মিটে অংশ নেয়া প্রত্যক ফ্যানকে পরবর্তী ভ্রমণে ব্যবহারের জন্য ১ হাজার টাকা সমমূল্যের ভ্রমণ ভাউচার দেয় শেয়ারট্রিপ। পাশাপাশি, ভ্রমণপ্রেমীদের সুযোগ হয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে দেখা করার ও ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জানার।


অনুষ্ঠানে নাদির অন দ্য গো’র ফ্যানরা সরাসরি নাদিরকে প্রশ্ন করে তার কাছ থেকে পরামর্শ নেন, ভ্রমণের নানা দিক সম্পর্কে জানেন, যা ফ্যানদের ভ্রমণের ব্যাপারে আরো বেশি অনুপ্রাণিত করে।


এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে কীভাবে ভ্রমণের প্রতি আগ্রহ তৈরিতে ভূমিকা রাখতে পারে তা  নিয়ে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক বলেন, ভ্রমণকারীদের প্রত্যাশা অনুযায়ী সেরা সব ফিচার সমন্বয় করার মাধ্যমে তাদের উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।


ফ্যান মিট আয়োজনটি সফল করে তোলার জন্য অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছে শেয়ারট্রিপ। 

আরও