শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠন

ইসলামিক শরিয়াহভিত্তিক বিভিন্ন প্রকার সিকিউরিটিজ ইস্যুসহ ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠনের ক্ষেত্রে কমিশনকে যথাযথ পরামর্শ দেয়ার উদ্দেশ্যে ৯ সদস্যবিশিষ্ট শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ইসলামিক শরিয়াহভিত্তিক বিভিন্ন প্রকার সিকিউরিটিজ ইস্যুসহ ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠনের ক্ষেত্রে কমিশনকে যথাযথ পরামর্শ দেয়ার উদ্দেশ্যে সদস্যবিশিষ্ট শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সংস্থাটির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল তথ্য জানানো হয়।

পুঁজিবাজারে বৈচিত্র্য আনার জন্য বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। লক্ষ্যে এরই মধ্যে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) গঠনের পর সেখানে লেনদেনও শুরু করা হয়েছে। এর বাইরে মিউচুয়াল ফান্ড বন্ড মার্কেটকে গতিশীল করার জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। ডেরিভেটিভ মার্কেট চালুর লক্ষ্যেও কাজ করছে কমিশন। এরই মধ্যে একটি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডও (ইটিএফ) অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া কমোডিটি এক্সচেঞ্জ চালু করাসহ বিভিন্ন ধরনের পণ্য পুঁজিবাজারে যুক্ত করতে উদ্যোগ নিয়েছে কমিশন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় দেশের আর্থিকখাতে শরিয়াহ ভিত্তিক পণ্যের ভালো চাহিদা রয়েছে। এরই মধ্যে দেশে ইসলামি ধারার ব্যাংকিং জনপ্রিয়তা পেয়েছে। এরই ধারাবাহিকতায় শরিয়াহভিত্তিক বিভিন্ন ধরনের সিকিউরিটিজ ইস্যু করাসহ ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের ৮৪৮তম সভায় সর্বসম্মতিক্রমে শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে প্রফেসর . মোহাম্মদ আব্দুর রশিদকে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বিএসইসির (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল) বিধিমালা ২০২২-এর বিধি- বিধি-- বর্ণিত শরিয়াহ স্কলার ইন্ডাস্ট্রি এক্সপার্ট সদস্যদের যোগ্যতার শর্ত বিবেচনায় নিয়ে কমিশনের শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য হিসেবে পাঁচজন শরিয়াহ স্কলার চারজন এক্সপার্ট সমন্বয়ে নয় সদস্যবিশিষ্ট শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠনের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুসারে কাউন্সিল গঠন করা হয়েছে।

কাউন্সিলের জন্য নির্বাচিত পাঁজন শরিয়াহ স্কলার সদস্য হলেন অধ্যাপক . মোহাম্মদ আব্দুর রশিদ, মুফতি শহীদ রাহমানী, মুফতি ইউসুফ সুলতান, মুফতি . ওয়ালিউর রহমান খান (ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি) মওলানা শাহ ওয়ালী উল্লাহ।

চারজন এক্সপার্ট সদস্য হলেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে অধ্যাপক আবু তালেব, লিগ্যাল এক্সপার্ট একেএম নুরুল ফজল বুলবুল, অ্যাকাউন্টিং বিভাগ থেকে অধ্যাপক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া ক্যাপিটাল মার্কেটের ওপর অভিজ্ঞতাসম্পন্ন মেজবাহ উদ্দিন আহমেদ।

আরও