সাপ্তাহিক দরপতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের।

দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে প্রায় ১২ শতাংশ। বৃদ্ধি নিয়ে গত সপ্তাহে এক্সচেঞ্জটির সর্বোচ্চ দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।

তথ্য অনুসারে, গত সপ্তাহের শুরুতে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ছিল ৪২২ টাকা ৪০ পয়সা। সপ্তাহ শেষে দর কমে দাঁড়িয়েছে ৩৭২ টাকা ২০ পয়সায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫০ টাকা ২০ পয়সা বা ১১ দশমিক ৮৮ শতাংশ।

আরও