ইনফিনিক্সের নোট ১২ প্রোতে হেলিও জি৯৯ প্রসেসর

স্মার্টফোনের বাজারে ভালো অবস্থান তৈরির অংশ হিসেবে নোট ১২ প্রো বাজারে আনার ঘোষণা দিয়েছে ইনফিনিক্স। নোট সিরিজের ডিভাইসগুলোয় নতুন সংযোজন এটি।

স্মার্টফোনের বাজারে ভালো অবস্থান তৈরির অংশ হিসেবে নোট ১২ প্রো বাজারে আনার ঘোষণা দিয়েছে ইনফিনিক্স। নোট সিরিজের ডিভাইসগুলোয় নতুন সংযোজন এটি।

হেলিও জি৯৯ প্রসেসরে দুটি হাইপারফরম্যান্স আর্ম করটেক্স-এ৭৬ প্রসেসর সম্পন্ন একটি অক্টা-কোর সিপিউ রয়েছে, যা দশমিক গিগাহার্টজ পর্যন্ত ক্লকিং করতে পারে। এছাড়া এর উচ্চসক্ষমতাসম্পন্ন আর্ম মালি জি৫৭-ক্লাস জিপিউ গেমিং ভিডিও এডিটিংয়ের মতো কাজ সামলাতে সক্ষম। নোট ১২ প্রোতে জিবি র্যাম রয়েছে, মেমোরি ফিউশনের মাধ্যমে যা ১৩ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এছাড়া ডিভাইসটিতে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহারের মাধ্যমে তা টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ১০৮ মেগাপিক্সেল সিনেম্যাটিক ট্রিপল ক্যামেরা ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাহায্যে নোট ১২ প্রো ব্যবহার করে কোনো ঝামেলা ছাড়াই ঝকঝকে, উজ্জ্বল প্রাণবন্ত ছবি তোলা যায়। ডিভাইসটিতে প্রফেশনাল নাইট সিন, প্রফেশনাল পোর্ট্রেইট মোড ফটোগ্রাফি

মোড রয়েছে। চমৎকার দশমিক ইঞ্চি ফুল এইচডিপ্লাস ট্রু-কালার অ্যামোলেড স্ক্রিন থাকায় ব্যবহারকারীরা সবসময় পরিষ্কার ঝকঝকে রঙ দেখতে পারবে। এতে শতভাগ ডিসিআই-পি৩ কালার গামুট ১০০০০০: কালার কনট্রাস্ট রেশিও রয়েছে। স্মার্টফোনটিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যামপ্লিং রেট, ৯২ শতাংশ স্ক্রিন রেশিও এবং ৩৯৩ পিপিআই ডেনসিটি রয়েছে।

হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াট সুপার চার্জ সুবিধা রয়েছে। সুন্দর অডিও অভিজ্ঞতা দেয়ার জন্য নোট ১২ প্রোতে আছে ডিটিএস স্টেরিও সারাউন্ড সাউন্ডসম্পন্ন ডুয়াল স্পিকার। ইনফিনিক্সের কান্ট্রি ম্যানেজার লিউ বলেন, নোট ১২ প্রো তরুণদের স্মার্টফোন অভিজ্ঞতাকে বদলে দিতে এসেছে। হেলিও জি৯৯ চিপের উন্নত পারফরম্যান্স ডিভাইসটির গেম, অ্যাপ দৈনন্দিন কাজের পারফরম্যান্স বাড়িয়ে তুলতে সাহায্য করে। গ্রাহকদের, বিশেষত তরুণদের সর্বোত্তম গেমিং অভিজ্ঞতা দিতে ইনফিনিক্স দৃঢ়প্রতিজ্ঞ। ইনফিনিক্স নোট ১২ প্রো বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৪৯৯ টাকায়। ভলকানিক গ্রে, টাসকানি ব্লু অ্যালপাইন হোয়াইট তিনটি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে।

আরও