প্রাইম ইসলামী লাইফের পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের সুপারিশ আসতে পারে। একই সভায় কোম্পানিটির সদ্যসমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ), দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ডিএসই সূত্রে তথ্য জানা গিয়েছে।

সর্বশেষ ২০২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার ১১০ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা কমে দাঁড়িয়েছে ৭২৬ কোটি লাখ ৬০ হাজার টাকায়।

আরও