জেএমআই হসপিটালের শেয়ারদর বেড়েছে ১০%

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ারদর গতকাল প্রায় ১০ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ারদর গতকাল প্রায় ১০ শতাংশ বেড়েছে। বৃদ্ধি নিয়ে গতকাল কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দর বাড়ার তালিকায় শীর্ষে রয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ডিএসইতে গতকাল লেনদেনের শুরুতে জেএমআই হসপিটালের শেয়ারদর ছিল ৭৩ টাকা ৮০ পয়সায়। এদিন লেনদেন শেষে দর বেড়ে দাঁড়ায় ৮১ টাকা ১০ পয়সায়। সে হিসাবে গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়েছে টাকা ৩০ পয়সা বা দশমিক ৮৯ শতাংশ। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২২ টাকা ১৪২ টাকা ৮০ পয়সা। গতকাল কোম্পানিটির ২০ কোটি ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামীকাল বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। -সংক্রান্ত রেকর্ড ডেট ছিল সদ্য সমাপ্ত বছরের ৩০ নভেম্বর।

২০২১-২২ হিসাব বছরে জেএমআই হসপিটালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ৫০ পয়সা। বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৮ টাকা ৮৪ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১ টাকা ৪৯ পয়সায়।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জেএমআই হসপিটালের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে কোটি ৬৫ লাখ টাকা।

আরও