ডরিন পাওয়ারের এজিএমে ৩০% লভ্যাংশ অনুমোদন

ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের (ডিপিজিএসএল) ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের (ডিপিজিএসএল) ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীরা সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য সুপারিশকৃত ৩০ শতাংশ লভ্যাংশসহ অন্যান্য আলোচ্যসূচি অনুমোদন করেন। এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনজাবীন আলম সিদ্দিকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক তাহজীব আলম সিদ্দিকী, পরিচালক আবুল হাসনাত, স্বতন্ত্র পরিচালক মো. তাওফিকুল ইসলাম খান কোম্পানি সচিব মাসুদুর রহমান ভুঁইয়া। এজিএমে ৩০ জুন ২০২২ সালে সমাপ্ত হিসাব বছরে কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকদের প্রতিবেদন অনুমোদিত হয়। সময় বিনিয়োগকারীরা গত হিসাব বছরের জন্য সব শেয়ারহোল্ডারকে ১২ শতাংশ স্টক লভ্যাংশ এবং পরিচালক বা উদ্যোক্তা ব্যতীত শুধু সাধারণ বিনিয়োগকারীদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।বিজ্ঞপ্তি

আরও