পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত তহবিল ব্যয় পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছে। কোম্পানিটির এ পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন বিনিয়োগকারীরা। গতকাল অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫৭ কোটি টাকা উত্তোলন করে এডিএন টেলিকম। এর মধ্যে বিএমআরই খাতে ১৮ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ৮৯ টাকা বরাদ্দ ছিল। এ খাতে ১০ কোটি টাকা অব্যবহূত রয়ে গেছে। এর মধ্যে ৫ কোটি টাকা হাইটেক পার্কে এবং ৫ কোটি টাকা জমি কেনা ও উন্নয়ন বাবদ ব্যয় করতে চায় কোম্পানিটি। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এ অর্থ ব্যয় করতে চায় কোম্পানিটি। এ পরিকল্পনায় গতকাল অনুমোদন দিয়েছেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এডিএন টেলিকমের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে এককভাবে যা ছিল ৬৩ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৬০ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এডিএন টেলিকম। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৭ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৭ টাকা ৫৬ পয়সা।
২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এডিএন টেলিকমের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬১ কোটি ৮৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬। এর মধ্যে ৫১ দশমিক ৫৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৫ দশমিক ৫৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১ দশমিক ৯৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী এবং বাকি ৩০ দশমিক ৮৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গতকাল এডিএন টেলিকমের শেয়ারের সর্বশেষ দর ছিল ১১১ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪৯ টাকা ৮০ পয়সা ও ১৫৯ টাকা।