পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক হাজী শাখাওয়াত আনোয়ারা আই হসপিটাল লিমিটেড তাদের কাছে থাকা ব্যাংকটির সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে এ শেয়ার বিক্রি করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, হাজী শাখাওয়াত আনোয়ারা আই হসপিটালের কাছে বর্তমানে এসবিএসি ব্যাংকের ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৫৬৩টি শেয়ার রয়েছে।