নির্ধারিত রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে আজ পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ার। পরে বুধবার থেকে স্বাভাবিক লেনদেনে ফিরবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
চলতি ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য দ্বিতীয় দফায় ১৮ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশের সুপারিশ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ। এর আগে চলতি হিসাব বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদনের আলোকে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করে লাফার্জহোলসিম বাংলাদেশ, যা এরই মধ্যে বিতরণ সম্পন্ন করেছে কোম্পানিটি।