জেনেক্স ইনফোসিসের ১২৯ কোটি টাকার শেয়ার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২ হাজার ২৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে হাজার ২৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৬ দশমিক ৫৫ শতাংশ বা ৭৪০ কোটি লাখ টাকার শেয়ার লেনদেন ছিল ১০ কোম্পানির দখলে। ১০ কোম্পানির মধ্যে ১২৯ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গিয়েছে।

তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে জেনেক্স ইনফোসিসের কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৫১৭টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ১২৯ কোটি ২৪ লাখ ১৯ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের দশমিক ৩৮ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে দশমিক ৮৪ শতাংশ।

লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১১০ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকার কোটি ৩৬ লাখ ৬১ হাজার ১৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের দশমিক ৪৬ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। তবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে দশমিক ৮৮ শতাংশ।

গত সপ্তাহে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির কোটি ৬১ লাখ হাজার ৪৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৪ কোটি ৩৮ লাখ ২৮ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের দশমিক ১৭ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ৪৪ শতাংশ।

অন্য কোম্পানিগুলো হলো যথাক্রমে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, নাভানা ফার্মাসিউটিক্যালস, সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইস্টার্ন হাউজিং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন।

আরও