দুই কোম্পানির পর্ষদ সভা আগামীকাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টিল লিমিটেড ও রহিমা ফুড করপোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামীকাল অনুষ্ঠিত হবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টিল লিমিটেড রহিমা ফুড করপোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামীকাল অনুষ্ঠিত হবে। এর মধ্যে এসএস স্টিলের সভা সন্ধ্যা সাড়ে ৬টা রহিমা ফুডের সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গিয়েছে।

এসএস স্টিল: প্রকৌশল খাতের কোম্পানিটির পর্ষদ সভা থেকে সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ আসতে পারে। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এসএস স্টিলের সমন্বিত ইপিএস হয়েছে টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ১৩ পয়সা।

রহিমা ফুড: খাদ্য আনুষঙ্গিক খাতের কোম্পানিটির পর্ষদ সভায় চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

আরও