আইএমএফের সঙ্গে বিএসইসির বৈঠক আজ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হবে আজ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হবে আজ। রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে আজ সকাল সাড়ে ১০টায় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে কমিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসইসির সঙ্গে আইএমএফের বৈঠকে পুঁজিবাজার পরিস্থিতি, বাজার উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, বন্ড মার্কেটের উন্নয়ন, সক্ষমতা বাড়ানো, দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ কর্মসূচি, কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনে কারিগরি সহযোগিতা বিষয়ে আলোচনা হবে। এর আগেও আইএমএফের সঙ্গে একাধিকবার বিএসইসির বৈঠক হয়েছে। বিশেষ করে দেশে একটি শক্তিশালী বন্ড মার্কেট তৈরি করার বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই তাগাদা দিয়ে আসছে সংস্থাটি। বিএসইসির পাশাপাশি আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে আইএমএফের প্রতিনিধি দলের।

প্রসঙ্গত, বৈদেশিক মুদ্রার সংকট মেটাতে গত জুলাইয়ে আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণসহায়তা চেয়েছিল বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ অক্টোবর আইএমএফের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ১৫ দিনের সফরে বাংলাদেশ আসে। প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির এশীয় প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দ। এরই মধ্যে প্রতিনিধি দলটি অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনসহ (বিইআরসি) সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠকে বসেছে।

আরও