পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট শেষে আজ থেকে লেনদেনে ফিরছে। রেকর্ড ডেটের কারণে গতকাল দুই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিল।
সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ডরিন পাওয়ারের পর্ষদ। এর মধ্যে ১২ শতাংশ স্টক লভ্যাংশ সব বিনিয়োগকারীদের জন্য। আর ১৮ শতাংশ নগদ লভ্যাংশ উদ্যোক্তা পরিচালক বাদে সব বিনিয়োগকারীর জন্য। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে ডরিন পাওয়ারের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৩১ পয়সা। যেখানে এর আগের হিসাব বছরে ইপিএস ছিল ৭ টাকা ২৩ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ১৫ পয়সায়।