লেনদেন বেড়েছে ৬২%

গতকাল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। প্রধান পুঁজিবাজার ডিএসইতে এদিন সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে।

গতকাল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। প্রধান পুঁজিবাজার ডিএসইতে এদিন সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। মূলত চেক নগদায়ন-সংক্রান্ত বিএসইসির নির্দেশনা গতকাল পুঁজিবাজারে ইতিবাচক ভূমিক পালন করেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, চেক নগদায়ন নিয়ে আগের সিদ্ধান্তে পরিবর্তন এনে মঙ্গলবার নির্দেশনা জারি করেছে বিএসইসি। কিছু শর্ত সাপেক্ষে চেকে শেয়ার কেনার সুযোগ দিয়ে সংস্থাটির জারি করা নির্দেশনা গতকাল পুঁজিবাজারের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে প্রকাশিত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে গতকাল বাছাইকৃত কিছু শেয়ারে বিনিয়োগ করেছেন বিনিয়োগকারীরা। মূলত এদিন সকাল থেকেই বিক্রির তুলনায় ক্রয় আদেশ বেশি দেখা গিয়েছে। এসব কারণে গতকাল সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ৯টায় লেনদেন শুরুর পর থেকেই পয়েন্ট যোগ হতে থাকে ডিএসইএক্স সূচকে। মাঝে সূচকটি কিছুটা কমলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দিন শেষে এর আগের দিনের তুলনায় ৩৬ পয়েন্ট বেড়ে হাজার ৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবসে যা ছিল হাজার ৩৫৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল পয়েন্ট বেড়ে হাজার ২৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল হাজার ২৩৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে পয়েন্ট বেড়ে হাজার ৩৯৯ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে যা ছিল হাজার ৩৯০ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারের।

ডিএসইতে গতকাল প্রায় হাজার ৪৬২ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৯০৩ কোটি টাকা। সে হিসাবে গতকাল আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৫৫৯ কোটি টাকা বা ৬১ দশমিক ৯০ শতাংশ। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৪১টির আর অপরিবর্তিত ছিল ২১৬টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। এদিন এক্সচেঞ্জটির তথ্যপ্রযুক্তি খাতে সবচেয়ে বেশি দশমিক শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে দশমিক শতাংশ নেতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল ভ্রমণ অবকাশ খাত।

আরও