জেমিনি সি ফুড লিমিটেডের অস্বাভাবিক দর ও লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রকিবুর রহমানকে প্রধান করে গঠিত এ কমিটির অন্য সদস্য হলেন সহকারী পরিচালক ফয়সাল ইসলাম। তাদেরকে ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
কমিশনের আদেশে বলা হয়েছে, জেমিনি সি ফুডের অস্বাভাবিক শেয়ার ও লেনদেন বৃদ্ধির বিষয়টি তাদের নজরে এসেছে। জনস্বার্থে বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় কোম্পানিটির সাম্প্রতিক অনিরীক্ষিত ও নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা, বাজার কারসাজি শনাক্তে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।