জেমিনি সি ফুডের অস্বাভাবিক দর বৃদ্ধি

তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি

জেমিনি সি ফুড লিমিটেডের অস্বাভাবিক দর ও লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

জেমিনি সি ফুড লিমিটেডের অস্বাভাবিক দর লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রকিবুর রহমানকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্য হলেন সহকারী পরিচালক ফয়সাল ইসলাম। তাদেরকে ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল -সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

কমিশনের আদেশে বলা হয়েছে, জেমিনি সি ফুডের অস্বাভাবিক শেয়ার লেনদেন বৃদ্ধির বিষয়টি তাদের নজরে এসেছে। জনস্বার্থে বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় কোম্পানিটির সাম্প্রতিক অনিরীক্ষিত নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা, বাজার কারসাজি শনাক্তে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও