লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন আজ বন্ধ থাকবে। আগামীকাল থেকে যথারীতি দেশের দুই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির লেনদেন চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে মেঘনা ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৪ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৯৫ পয়সা।