পুঁজিবাজার ও ব্যবহারিক অর্থায়নের ওপর দেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ২০১০ সাল থেকে স্নাতকোত্তর প্রোগ্রাম এমএএফসিএম কোর্স পরিচালনা করে আসছে বিআইসিএম। বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুসারে চলমান অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে সম্প্রতি এ কোর্সের ফি অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল বিআইসিএম ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার। —বিজ্ঞপ্তি