স্নাতকোত্তর কোর্সে ৫০ শতাংশ ছাড় দেবে বিআইসিএম

পুঁজিবাজার ও ব্যবহারিক অর্থায়নের ওপর দেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ২০১০ সাল থেকে স্নাতকোত্তর প্রোগ্রাম এমএএফসিএম কোর্স পরিচালনা করে আসছে বিআইসিএম।

পুঁজিবাজার ব্যবহারিক অর্থায়নের ওপর দেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ২০১০ সাল থেকে স্নাতকোত্তর প্রোগ্রাম এমএএফসিএম কোর্স পরিচালনা করে আসছে বিআইসিএম। বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুসারে চলমান অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে সম্প্রতি কোর্সের ফি অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল বিআইসিএম ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক . মাহমুদা আক্তার। বিজ্ঞপ্তি

আরও