দেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের উদ্দেশ্যে এ-সংক্রান্ত খসড়া বিধিমালা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে জমা দিয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে এ খসড়া বিধিমালা জমা দেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। এ সময় অন্যান্যের মধ্যে সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল
ইসলাম উপস্থিত ছিলেন। কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনে সিএসইর পরামর্শক ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের (এমসিএক্স) সহায়তায় এ খসড়া বিধিমালা তৈরি করা হয়েছে।-বিজ্ঞপ্তি