কমোডিটি এক্সচেঞ্জের খসড়া বিধিমালা জমা দিয়েছে সিএসই

দেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের উদ্দেশ্যে এ-সংক্রান্ত খসড়া বিধিমালা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে জমা দিয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)।

দেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের উদ্দেশ্যে -সংক্রান্ত খসড়া বিধিমালা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে জমা দিয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে খসড়া বিধিমালা জমা দেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। সময় অন্যান্যের মধ্যে সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন। কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনে সিএসইর পরামর্শক ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের (এমসিএক্স) সহায়তায় খসড়া বিধিমালা তৈরি করা হয়েছে।-বিজ্ঞপ্তি

আরও