সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এজিএমে সভাপতিত্ব করেন আইসিএসবির প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আজিজুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মো. সেলিম রেজা, কোষাধ্যক্ষ সেলিম আহমেদ, কাউন্সিল সদস্য এবং ইনস্টিটিউটের সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।