আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে গতকাল দিনাজপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী জয়নুল আবেদীন, দিনাজপুর ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাসমী, দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্তিয়ান টুডু, রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ, সংরক্ষিত মহিলা অসনের সাবেক সংসদ সদস্য সুলতানা বুলবুল, বীর মুক্তিযোদ্ধা ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সফিকুল হক ছুটু, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি সুনীল চক্রবর্তী প্রমুখ।