রাশিয়ায় গাড়ি উৎপাদন বন্ধের পরিকল্পনা করছে মাজদা। ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় দেশটিতে পুনরায় কার্যক্রম শুরু করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। স্থানীয় গাড়ি নির্মাতা সোলারসের সঙ্গে যৌথ উদ্যোগে রাশিয়ার পূর্ব ভ্লাদিভোস্টকে গাড়ি উৎপাদন করে মাজদা। এরই মধ্যে উৎপাদন স্থগিত করা হয়েছে এবং জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি এখন স্থায়ীভাবে দেশটিতে উৎপাদন বন্ধ করার বিষয়টি বিবেচনা করছে। যদিও বিক্রি কিংবা রক্ষণাবেক্ষণ বন্ধ করা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এর দুদিন আগেই দেশটিতে গাড়ি উৎপাদন বন্ধের ঘোষণা দেয় আরেক জাপানি গাড়ি নির্মাতা টয়োটা। নিক্কেই এশিয়া