বিআইএফসির লোকসান কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) শেয়ারপ্রতি লোকসান ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় প্রায় ৩৪ শতাংশ কমেছে। ডিএসইর মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) শেয়ারপ্রতি লোকসান ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় প্রায় ৩৪ শতাংশ কমেছে। ডিএসইর মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

তথ্য অনুসারে, ২০২০ হিসাব বছরে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরে লোকসান ছিল ১২ টাকা ২০ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে টাকা ১০ পয়সা বা ৩৩ দশমিক ৬১ শতাংশ।

আরও