কারণ ছাড়াই বাড়ছে ফাইন ফুডসের শেয়ারদর

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস লিমিটেডের সাম্প্রতিক অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই। ডিএসইর চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস লিমিটেডের সাম্প্রতিক অস্বাভাবিক শেয়ারদর লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই। ডিএসইর চিঠির জবাবে তথ্য জানিয়েছে কোম্পানিটি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত মাস থেকেই ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। এর মধ্যে গত ১১ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৪ টাকা ৩০ পয়সা। এর থেকেই কোম্পানিটির শেয়ারদর বাড়তে শুরু করে। সর্বশেষ গতকাল ডিএসইতে কোম্পানির শেয়ারদর দাঁড়িয়েছে ৫৯ টাকা ৭০ পয়সায়।

আরও