বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এ সময় বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও মো. আব্দুল হালিম উপস্থিত ছিলেন। সাক্ষাত্কালে কমিশনের চেয়ারম্যানসহ কমিশনারদ্বয় বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি নতুন এ গভর্নরের সঙ্গে অতীতে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার সূত্র ধরে ভবিষ্যতেও সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করেন বিএসইসি চেয়ারম্যান। —বিজ্ঞপ্তি