এনসিসি ব্যাংক উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসিবিএল) অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ আলীর ১০ লাখ শেয়ার যমুনা ব্যাংক লিমিটেডের কাছে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসিবিএল) অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ আলীর ১০ লাখ শেয়ার যমুনা ব্যাংক লিমিটেডের কাছে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।

এনসিসি ব্যাংকের উদ্যোক্তা যমুনা ব্যাংকের কাছে শেয়ার বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন। সম্প্রতি ঋণ পরিশোধে শেয়ার হস্তান্তরের জন্য নির্দেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে গত জুন স্টক এক্সচেঞ্জে শেয়ার হস্তান্তরের ঘোষণা দেয়া হয়েছিল।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এনসিসি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময় ইপিএস ছিল ৫২ পয়সা। হিসাবে আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস বেড়েছে পয়সা বা ১১ দশমিক ৮৬ শতাংশ।

আরও