ডিএসইর সিআরও পদে যোগ দিলেন খায়রুল বাশার

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা (সিআরও) পদে যোগ দিয়েছেন খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ। এর আগে তিনি মার্চেন্ট ব্যাংক এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী পদে কর্মরত ছিলেন।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা (সিআরও) পদে যোগ দিয়েছেন খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ। এর আগে তিনি মার্চেন্ট ব্যাংক এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী পদে কর্মরত ছিলেন।

খায়রুল বাশার ১৯৯১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কানাডার টরন্টোয় টিডি ব্যাংক ফাইন্যান্সিয়াল গ্রুপের ওয়েলথ ম্যানেজমেন্ট অপারেশনের টিম লিডার, মিউচুয়াল ফান্ড অপারেশন প্রাইভেট ট্রাস্টে অপারেশন অফিসারসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি ইসি সিকিউরিটিজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১৮-১৯ সাল মেয়াদের জন্য বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও