বেশ কিছুদিন ধরে স্টেজ শো বাতিল করে আসছেন জনপ্রিয় কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার। তবে প্রথমদিকে শো বাতিলের কোনো কারণ জানাননি তিনি। অবশেষে বিষয়টি প্রকাশ করেছেন এই রকস্টার। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, বিরল র্যামসে হান্ট সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন তিনি। এক কানের পাশের স্নায়ুতে ভাইরাস সংক্রমণের ফলে মুখের একপাশ প্যারালাইজড (অবশ) তার।
ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমার শো বাতিল হওয়ায় আপনারা অনেকে হয় তো খুব বিরক্ত হয়েছেন। কিন্তু আমার শরীর আমাকে বলছে, কিছুদিনের বিরতি নেয়া উচিত্। শরীর আর সায় দিচ্ছে না। আমি মুখের এক পাশ দিয়ে হাসতেও পারছি না। নাকের এক পাশও অচল হয়ে গেছে।
বিবার আরো বলেন, রোগটিতে আক্রান্ত হওয়ায় মুখের একটি অংশের নড়াচড়াই বন্ধ হয়ে গিয়েছে তার। তিনি এখন ডান চোখের পাতা ফেলতেও অক্ষম।
ভিডিওটির ক্যাপশনে এই তারকা লেখেন, অনুগ্রহ করে সবাই ভিডিওটি দেখুন। আমার জন্য প্রার্থনা করুন। আপনাদের সবাইকে অনেক ভালোবাসি।
যদিও ২৮ বছর বয়সী এই গায়কের বিশ্বাস, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিলে এবং চিকিত্সা করালে তিনি পুরোপুরি সেরে উঠবেন। অসংখ্য ভক্ত তার আরোগ্য কামনা করেছেন।