কাতার বিশ্বকাপ ২০২২

ভারতীয় দর্শকের কাছে টিকিট বিক্রি না করার খবর ভিত্তিহীন

সম্প্রতি ‘ভারতের কোনো দর্শকের কাছে ফিফা বিশ্বকাপের কোনো টিকিট বিক্রি করবে না কাতার’ শীর্ষক শিরোনামের একটি সংবাদ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ‘পিএসজি ফ্যান ক্লাব বাংলাদেশ’, ‘খেলাযোগ খেলার খবর’ ও ‘প্রফেসর্স পাবলিকেশন্স’, ‘ঢাকা নিউজ’ ও ‘গোল্ডেন স্টার’ এর মতো বেশ কিছু সাইটের আইডিতে এসব নিউজ ছড়িয়ে পড়ে।

সম্প্রতিভারতের কোনো দর্শকের কাছে ফিফা বিশ্বকাপের কোনো টিকিট বিক্রি করবে না কাতার শীর্ষক শিরোনামের একটি সংবাদ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।পিএসজি ফ্যান ক্লাব বাংলাদেশ’, ‘খেলাযোগ খেলার খবরপ্রফেসর্স পাবলিকেশন্স’, ‘ঢাকা নিউজগোল্ডেন স্টার এর মতো বেশ কিছু সাইটের আইডিতে এসব নিউজ ছড়িয়ে পড়ে।

 

যদিও রিউমার স্ক্যানার এর অনুসন্ধানে দেখা যায়, ফিফা বিশ্বকাপ ২০২২-এ কাতার কর্তৃক দর্শকদের কাছে টিকিট বিক্রি না করার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ফিফা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ধরণের কোনো বিবৃতিতেও দেয়া হয়নি।

 

এই দাবিটির সূত্রপাত যাচাই করতে ফেসবুকের নিজস্ব মনিটরিং টুলস ব্যবহার করেফিফা বিশ্বকাপ কাতার ২০২২ নামের একটি আন-অফিশিয়াল ফেসবুক পেজে গত ৮ জুন রাত ১০.২৬ মিনিটে হুবহু একই শিরোনামে প্রকাশিত পোস্টটি খুঁজে পায় রিউমার স্ক্যানার। উক্ত ফেসবুক পেজটি গত ১৩ মার্চশেষ প্রহর নামে তৈরি করা হয়, যা পরে ২৮ মার্চফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ নামে রূপান্তর করা হয়।

 

উল্লেখ্য, ভারতীয় দর্শকের কাছে কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি না করার কোনো তথ্যের গ্রহণযোগ্য অস্তিত্ব ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়নি এবং ফিফার অফিশিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া আইডিগুলোতেও এই সংক্রান্ত কোনো বিবৃতির অস্তিত্ব পাওয়া যায়নি।

 

গত ১ এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, কাতার বিশ্বকাপের জন্য প্রথম পর্বে ৮ লাখ বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে ফিফা। এই সংবাদ থেকে জানা যায়, কাতার বিশ্বকাপের টিকিটের চাহিদায় শীর্ষ ১০ দেশের মধ্যে অবস্থান করছে ভারত। রিউমার স্ক্যানার

 

আরও