শক্তি ফাউন্ডেশন ও আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইআরডি গ্লোবাল বাংলাদেশের যৌথ সহযোগিতায় এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে ঢাকার সরকারি ও বেসরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলোর সব শিক্ষার্থীকে বিনামূল্যে এজি-আরডিটি পরীক্ষার মাধ্যমে কভিড-১৯ স্ক্রিনিং করা হবে। সম্প্রতি শক্তি ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনে উপনির্বাহী পরিচালক ইমরান আহমেদ ও আইডিআর গ্লোবালের কান্ট্রি ডিরেক্টর ডা. তাপস রায়।