আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) অফিস অব স্পোর্টসের উদ্যোগে এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এবিএম সিদ্দিক হোসেন টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক মন্জুর এইচ খান, শিক্ষকবৃন্দসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢাকা মহানগরীর খ্যাতনামা ১৮টি কলেজ এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে ভাসানটেক স্কুল অ্যান্ড কলেজ প্রতিপক্ষ নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজকে ৩ উইকেটে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয় ভাসানটেক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শহিদুলকে।
ওই টুর্নামেন্টটি এআইইউবির স্পোর্টস মাঠে ১৩ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।
১৩ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। —বিজ্ঞপ্তি