ঢাবিতে ‘ব্র্যান্ডিল’ আয়োজন করছে ভিওবি

ভয়েস অব বিজনেস (ভিওবি) চতুর্থবারের মতো আয়োজন করতে চলেছে দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ডিং প্রতিযোগিতা ‘আলেশা লিমিটেড প্রেজেন্টস ব্র্যান্ডিল ৪.০ পাওয়ার্ড বাই আলেশা ফার্মেসি’।

ভয়েস অব বিজনেস (ভিওবি) চতুর্থবারের মতো আয়োজন করতে চলেছে দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ডিং প্রতিযোগিতা আলেশা লিমিটেড প্রেজেন্টস ব্র্যান্ডিল . পাওয়ার্ড বাই আলেশা ফার্মেসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অন্যতম বিজনেস ক্লাব ভিওবি মূলত অনুষদের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি প্রকাশনা সংস্থা। বাস্তব অভিজ্ঞতা লাভের ক্ষেত্রে শিক্ষার্থীদের সহায়তা করতে কয়েক বছর ধরে জাতীয় পর্যায়ে ব্র্যান্ডিল প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। করোনা পরিস্থিতি বিবেচনা করে গত বছরের মতো বছরও অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিযোগিতাটি। অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা ডিসেম্বর পর্যন্ত প্রতিযোগিতায় নিবন্ধন করতে পারবেন। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে থাকছে অনলাইন কেস সাবমিশন। দ্বিতীয় রাউন্ডে থাকছে কেস সলভিং ওয়ার্কশপ। ফাইনালে থাকছে কেস সাবমিশন ভিডিও প্রেজেন্টেশন। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে বিজয়ী রানারআপদের জন্য থাকছে দেড় লাখ টাকা সমমূল্যের প্রাইজমানি সার্টিফিকেট। পাশাপাশি সেরা তিন টিমের জন্য থাকছে রাইড শেয়ারিং প্লাটফর্ম পাঠাও- ইন্টার্নশিপের সুযোগ। প্রতিযোগিতার গণমাধ্যম সহযোগী হিসেবে আছে বণিক বার্তা। বিজ্ঞপ্তি

আরও