আদর্শ প্রাণিসেবা ও বাংলাদেশ ফাইন্যান্সের চুক্তি

এগ্রিটেক সংস্থা আদর্শ প্রাণিসেবা ও বাংলাদেশ ফাইন্যান্সের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আদর্শ প্রাণিসেবার এমডি ও সিইও ফিদা হক এবং বাংলাদেশ ফাইন্যান্সের এমডি ও সিইও কায়সার হামিদ বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর করেন।

এগ্রিটেক সংস্থা আদর্শ প্রাণিসেবা বাংলাদেশ ফাইন্যান্সের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আদর্শ প্রাণিসেবার এমডি সিইও ফিদা হক এবং বাংলাদেশ ফাইন্যান্সের এমডি সিইও কায়সার হামিদ বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর করেন। সময় আদর্শ প্রাণিসেবার পক্ষ থেকে হাসান আলী, সিনিয়র ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) জুলকারনাঈন অংকন এবং বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে মোহাম্মদ কোহিনুর হোসেন, হেড অব সাসটেইনেবল ফাইন্যান্স এবং এসএমই প্রধান, মোহাম্মদ জহির উদ্দিন, হেড অব প্রিন্সিপাল ব্রাঞ্চ, সুমন কুমার কুণ্ড, সিআরএম প্রধান এবং আমজাদ সাদিক আবিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও