ট্রাস্ট ব্যাংকের সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদ্বোধন

সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর ২০২১ উপলক্ষে ট্রাস্ট ব্যাংক মাসব্যাপী বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ব্যাংকের এমডি ও সিইও হুমায়রা আজমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর (প্রোগ্রামিং) দেবদুলাল রায়।

সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর ২০২১ উপলক্ষে ট্রাস্ট ব্যাংক মাসব্যাপী বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ব্যাংকের এমডি সিইও হুমায়রা আজমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর (প্রোগ্রামিং) দেবদুলাল রায়। সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর (সিস্টেম অ্যানালিস্ট) এসএম তোফায়েল আহমদ, ট্রাস্ট ব্যাংকের ডিএমডি সিবিও আহসান জামান চৌধুরী, ডিএমডি সিআরও  আখলাছুর রহমান ভূঁইয়া প্রমুখ।

আরও