দেশী ও বিদেশী স্টার্টআপদের অংশগ্রহণের মাধ্যমে নতুন উদ্ভাবন বা উদ্ভাবনী স্টার্টআপ খুঁজে বের করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আইডিয়া প্রকল্প আয়োজন করছে ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (BIG) ২০২১’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দিকনির্দেশনায় ও পরামর্শে বিগ ২০২১
অনুষ্ঠিত হচ্ছে বিশেষভাবে। এ আয়োজনের একটি বড় আকর্ষণ হলো, ১৩ পর্বের একটি শ্বাসরুদ্ধকর রিয়েলিটি শো বিগ ২০২১।
স্টার্টআপদের নিয়ে আইসিটি বিভাগের এ রিয়েলিটি শোতে প্রতিযোগীরা মুখোমুখি হবেন দেশ-বিদেশের প্রতিষ্ঠিত বিজনেস আইকনদের, যারা বিচারক হিসেবে উপস্থিত থেকে প্রতিটি পর্ব থেকে বাছাই করবেন দুটি করে স্টার্টআপ। এ রিয়েলিটি শো থেকে নির্বাচিত সেরা ২৬টি স্টার্টআপ পাবে ১০ লাখ টাকা করে ‘গ্র্যান্ট’। পাশাপাশি দেয়া হবে বিগ ২০২১-এর ফাইনাল রাউন্ডের জন্য মনোনয়ন। শুধু রিয়েলিটি শোর মাধ্যমে সেরা ২৬ স্টার্টআপকে দেয়া হবে ২ কোটি ৬০ লাখ টাকা অনুদান। এছাড়া বিগ ২০২১-এর আন্তর্জাতিক পর্যায় থেকে নির্বাচিত সেরা ১০টি স্টার্টআপকেও ১০ লাখ টাকা করে মোট ১ কোটি টাকার সমমানের গ্র্যান্ট প্রদান করবে বিগ ২০২১-এর আয়োজক কর্তৃপক্ষ।
ঢাকার বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনে (বিএফডিসি) গত ২৩ জুন থেকে শুরু হওয়া এ আয়োজনের শুটিং চলে টানা পাঁচদিন। এই পুরো আয়োজন আইডিয়া প্রকল্পের তত্ত্বাবধানে গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মাধ্যমে ঘুড্ডি এনিমোর শুভ্র খানের নির্দেশনায় সম্পন্ন হয়। আইডিয়া প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব মো. আব্দুর রাকিবের নেতৃত্বে বিগ ২০২১-এর সমন্বয়কের দায়িত্ব পালন করছেন প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী। এ অনুষ্ঠানের চিফ অব রিয়েলিটি শো ও বিগ ২০২১-এর সহ-সমন্বয়কের দায়িত্ব পালন করেন আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের কমিউনিকেশনসবিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস।
বিভিন্ন পর্বে বেসিস, বিসিএস, ই-ক্যাব সভাপতি সহপ্রতিষ্ঠিত ২২ জন বিচারকের উপস্থিতি অনলাইন ও অফলাইনে দেখা যাবে। ২০২১-এর অক্টোবরের শেষ সপ্তাহে বিগ ২০২১-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে প্রধানমন্ত্রীর আইসিটি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের উপস্থিতিও এ অনুষ্ঠানে আশা করা হচ্ছে।
স্টার্টআপদের নিয়ে শ্বাসরুদ্ধকর ১৩ পর্বের এ রিয়েলিটি শো প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় বেসরকারি টিভি চ্যানেল ‘ডিবিসি নিউজ’-এর পর্দায়।