বর্তমান কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নয়নশীল ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পুঁজিবাজার অন্যতম ভিত্তি বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. আব্দুল হালিম।
বিএসইসি (রিস্ক বেজড ক্যাপিটাল অ্যাডিকোয়েসি) রুলস, ২০১৯ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রবর্তন করে, যা ২৯ মে ২০১৯ গেজেটে প্রকাশিত হয়।
মিউচুয়াল ফান্ড এবং কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিমসহ কালেক্টিভ ইনভেস্টমেন্ট ফান্ড ব্যতীত কমিশনের অধীনে রেজিস্টার্ড সব মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের জন্য এ রুলস প্রযোজ্য।
এ রুলসের অধীনের প্রয়োজনীয় প্রতিবেদনগুলো শুধু সফটওয়্যারের মাধ্যমে জমা দেয়া যাবে।
১৬ আগস্ট ২০২১ ডিএসইর মাল্টিপারপাস হল, ডিএসই টাওয়ারে অনলাইন ‘রিস্ক বেজড ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রিপোর্টিং সফটওয়্যার অব ডিএসই অ্যান্ড সিএসই’-এর উদ্বোধন করা হয়।
বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিম প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।