বাংলাদেশের জন্য চরম হুমকি ৯ ম্যালওয়্যার: সিআইআরটির প্রতিবেদন

বাংলাদেশের জন্য মারাত্মক ‍হুমকিস্বরূপ ম্যালওয়্যার এবং সাইবার আক্রমণকারী গ্রুপগুলোর একটি তালিকা প্রকাশ করেছে সরকারের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপনস টিম- সিআইআরটি। চলতি মাসে প্রকাশিত ‘মেজর ম্যালওয়্যার থ্রেট ইনটেলিজেন্স রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে শীর্ষ ঝুঁকিপূর্ণ ৯টি ম্যালওয়্যারের তালিকা দিয়েছে সিআইআরটি। সেই সঙ্গে বাংলাদেশের জন্য হুমকি তিনটি অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট (এপিটি)-এরও তালিকা দেয়া হয়েছে- দেশের অনলাইন কম্পিউটার সিস্টেম যাদের প্রধান লক্ষ্য হতে পারে বলে সতর্ক করা হয়েছে প্রতিবেদনে।

বাংলাদেশের জন্য মারাত্মক ‍হুমকিস্বরূপ ম্যালওয়্যার  এবং সাইবার আক্রমণকারী গ্রুপগুলোর একটি তালিকা প্রকাশ করেছে সরকারের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপনস টিম- সিআইআরটি।

চলতি মাসে প্রকাশিত ‘মেজর ম্যালওয়্যার থ্রেট ইনটেলিজেন্স রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে শীর্ষ ঝুঁকিপূর্ণ ৯টি ম্যালওয়্যারের তালিকা দিয়েছে সিআইআরটি। সেই সঙ্গে বাংলাদেশের জন্য হুমকি তিনটি অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট (এপিটি)-এরও তালিকা দেয়া হয়েছে- দেশের অনলাইন কম্পিউটার সিস্টেম যাদের প্রধান লক্ষ্য হতে পারে বলে সতর্ক করা হয়েছে প্রতিবেদনে।

বাংলাদেশের জন্য চরম হুমকি এমন ম্যালওয়্যার ফ্যামিলিগুলো হলো: 

অ্যাজোরালট (AZORult)

কেপট স্টিলার (KPOT Stealer)

অস্কি স্টিলার (Oski Stealer)

ফ্রম বুক ফরম গ্র্যাবার (FormBookFormgrabber)

লোতি পিডব্লিউএস (Loki PWS)

নেক্সাস স্টিলার (Nexus Stealer)

ট্রিক বট (TrickBot)

কিনসিং ম্যালওয়্যার (Kinsing Malware)

আউটল হ্যাকিং গ্রুপ ক্রিপ্টোকারেন্সি মাইনার্স (Outlaw hacking group cryptocurrency miners)

আর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি যেসব হ্যাকার গ্রুপ (এপিটি) তারা হলো: 

ল্যাজারাস (Lazarus)

সাইলেন্স (Silence)

ওশেন লোটাস (OceanLotus)

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিভিন্ন নির্ভরযোগ্য উৎস থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রস্তুত করেছে বাংলাদেশ ই-গভর্নমেন্ট সিআইআরটি। 

পুরো প্রতিবেদনটি পড়ুন

আরও