আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে মতবিনিময় সভা

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের সঙ্গে সম্প্রতি প্রধান কার্যালয়ে ব্যাংকের নির্বাহীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের সঙ্গে সম্প্রতি প্রধান কার্যালয়ে ব্যাংকের নির্বাহীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাহী, ব্যাংকের মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন নির্বাহীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকটিকে কীভাবে আরো গতিশীল গ্রাহকবান্ধব করা যায়, সে বিষয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনা উপস্থাপন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।

আরও