সিনেসিস আইটির আইএসও ২৭০০১: ২০১৩ সার্টিফিকেট অর্জন

দেশের আইসিটি এবং ই-গভর্ন্যান্স, টেলি-হেলথ এবং কল সেন্টার সলিউশন সেবায় অন্যতম প্রতিষ্ঠান হিসেবে সিনেসিস আইটি সর্বদাই তথ্য সুরক্ষা ব্যবস্থাপনার নীতি অনুসরণ করে এসেছে।

দেশের আইসিটি এবং -গভর্ন্যান্স, টেলি-হেলথ এবং কল সেন্টার সলিউশন সেবায় অন্যতম প্রতিষ্ঠান হিসেবে সিনেসিস আইটি সর্বদাই তথ্য সুরক্ষা ব্যবস্থাপনার নীতি অনুসরণ করে এসেছে। এরই ধারাবাহিকতার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি আইএসও ২৭০০১: ২০১৩ সার্টিফিকেট অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক তথ্য সুরক্ষা ব্যবস্থাপনার কাঠামো অনুযায়ী প্রতিষ্ঠানের তথ্যঝুঁকি ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের প্রক্রিয়াগুলো যথাযথভাবে পরিপালনের স্বীকৃতিস্বরূপ আইএসও ২৭০০১: ২০১৩ সার্টিফিকেট দেয়া হয়।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে ইন্টারনেটে যুক্ত হওয়া বেড়েছে। এক্ষেত্রে ডিজিটাল সেবা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য পণ্য হিসেবে ব্যবহার করা ঠেকানো এবং সুরক্ষা নিশ্চিত করাটা একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সিনেসিস ব্যাপারগুলোসহ সাইবার সিকিউরিটি নিয়েও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং তার ফলস্বরূপ স্বীকৃতি লাভ করেছে।

বিষয়ে সিনেসিস আইটির ম্যানেজিং ডিরেক্টর সোহরাব আহমেদ চৌধুরী বলেন, সিনেসিস আইটি প্রতিষ্ঠার শুরু থেকে আন্তর্জাতিক তথ্য সুরক্ষা ব্যবস্থাপনার কাঠামো অনুযায়ী সব নীতি অনুসরণ করে কাজ করে আসছিল। তারই ধারাবাহিকতায় আমাদের স্বীকৃতি অর্জন।

আরও