মানবাধিকারভিত্তিক ৮৪টি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা মালয়েশিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সহিংসতার হুমকি এবং ‘হিংসাত্মক প্রচারণার’ বিষয়ে দেশটির সরকারের যথাযথ উদ্যোগ গ্রহণে ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে এসব কার্যক্রম বন্ধের আহ্বান জানায় সংস্থাগুলো। সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকারভিত্তিক সংস্থাগুলো।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে মালয়েশিয়ায় রোহিঙ্গা সম্প্রদায়কে লক্ষ্য করে বিভিন্ন হিংসাত্মক প্রচারণা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বহু পোস্টে বৈষম্যমূলক ও অমানবিক ভাষা ও চিত্রের পাশাপাশি মালয়েশিয়ার রোহিঙ্গাদের জোর করে মিয়ানমারে ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়েছে। কিন্তু এসব বিষয়ে ব্যবস্থা নিতে মালয়েশিয়ার সরকার ব্যর্থ হয়েছে। —বিজ্ঞপ্তি