কক্সবাজারে বিভিন্ন উন্নয়ন ও মানবিক কর্মসূচি বাস্তবায়নরত ৬০টি স্থানীয় ও জাতীয় এনজিওর নেটওয়ার্ক কক্সবাজার সিএসও এনই এনজিও ফোরাম (সিসিএনএফ) গতকাল এক অনলাইন সংবাদ সম্মেলনে করোনাভাইরাস সংকট মোকাবেলায় কক্সবাজার জেলার ওপর সরকার ও দাতা সংস্থাগুলোর কাছে বিশেষ নজর দেয়ার দাবি জানানো হয়।
এ জেলায় প্রায় ১১ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে। ২০১৭ সালে রোহিঙ্গাদের আগমনের পর সামাজিক শক্তিগুলো যেভাবে উদ্যোগ নিয়েছিল, এ করোনা সংকট মোকাবেলায় একইভাবে উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয় সংবাদ সম্মেলনে। রোহিঙ্গা শিবির এলাকা এবং উখিয়া, টেকনাফে সাময়িকভাবে হলেও ৪জি মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা চালুর দাবি জানানো হয়। এতে সবার পক্ষে করোনা মোকাবেলার প্রস্তুতি গ্রহণ ও গুজব মোকাবেলা সহজ হবে। অন্যদিকে রোহিঙ্গাদের পক্ষেও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া সহজ হবে। সাংবাদিকরাও সহজে সংবাদ সংগ্রহ ও পাঠাতে পারবেন। —বিজ্ঞপ্তি