স্ক্যাবিস

পরিত্রাণের ঘরোয়া পদ্ধতি

ট্রি টি অয়েল : ট্রি টি অয়েলের উপকারিতা অনেক। কিছু গবেষণায় দেখা গেছে স্ক্যাবিসের চিকিৎসায় ট্রি টি অয়েলের ভূমিকা অনেক।

ট্রি টি অয়েল : ট্রি টি অয়েলের উপকারিতা অনেক। কিছু গবেষণায় দেখা গেছে স্ক্যাবিসের চিকিৎসায় ট্রি টি অয়েলের ভূমিকা অনেক। তবে এ বিষয়ে আরো গবেষণা চলছে। আবার ট্রি টি অয়েল চুলকানি কমাতেও সাহায্য করে। ত্বকের ভেতরে থাকা জীবাণুর বিরুদ্ধেও লড়াই করে। তবে অনেকের ট্রি টি অয়েলে এলার্জি থাকতে পারে। সেক্ষেত্রে বিকল্প কিছু বের করতে হবে।

অ্যালোভেরা: রোদে পোড়া ও অন্যান্য ত্বকের রোগের জন্য অ্যালোভেরা উপকারী। এটির পার্শ্বপ্রতিক্রিয়াও কম। কিছু গবেষণায় দেখা গেছে অ্যালোভেরা স্ক্যাবিসের জন্যও কার্যকর। এটি অনেকটা বেনজিল বেনজয়েট নামক ওষুধের মতো কাজ করে।

নিম: নিম তেল আকারে বা ক্রিম আকারেও পাওয়া যায়। এটিতে ব্যথানাশক, জীবাণুনাশক ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্যও রয়েছে। একটি গবেষণায় কুকুরের ওপর নিমের প্রভাব পরীক্ষা করা হয়েছিল। নিমযুক্ত শ্যাম্পু নিয়মিত ব্যবহারের দুই সপ্তাহের মধ্যে বেশির ভাগ কুকুর স্ক্যাবিস সেরে গেছে। যেসব কুকুর পুরোপুরি সুস্থ হয়নি তাদের ত্বকে মোট মাইট উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে। তবে তা মানুষের ওপর প্রয়োগ করার সংখ্যা কম।

লবঙ্গ তেল: স্ক্যাবিসের চিকিৎসায় লবঙ্গ তেল কার্যকর। পরীক্ষিত অন্যান্য তেল লবঙ্গ তেলের মতো ভালো কাজ করেনি।

লাল মরিচ: স্ক্যাবিসের ক্ষেত্রে লাল মরিচের কিছু উপকারিতা রয়েছে। একটি গবেষণা অনুসারে, লাল মরিচে পাওয়া ক্যাপসাইসিন নামক যৌগ থাকে। সরাসরি প্রয়োগ করলে ত্বককে সংবেদনশীল করে তোলে। এটি স্ক্যাবিসের ব্যথা ও চুলকানি কিছুটা কমাতে সাহায্য করতে পারে। ক্যাপসাইসিনযুক্ত ক্রিমও পাওয়া যায়। তবে এগুলো ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন।

গরম পানিতে কাপড় ধোয়া: যদিও সংক্রমণের জন্য সরাসরি চিকিৎসা নয়, তবে যদি কোনো ব্যক্তির স্ক্যাবিস থাকে, তবে তার বা তার ত্বকের সংস্পর্শে আসা যেকোনো পোশাক, বিছানাপত্র বা অন্যান্য কাপড় ধুয়ে নেয়া উচিত। এটি কাপড়ে লুকিয়ে থাকা মাইটগুলো দূর করবে এবং তাদের শরীরের অন্যান্য অংশে বা অন্যান্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়া রোধ করতে সহায়তা করবে।

ভ্যাকুয়ামিং: কাপড় ধোয়ার মতোই ঘর ভ্যাকুয়ামিং কোনো ব্যক্তির স্ক্যাবিস রোধে সরাসরি কার্যকর না। তবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এর উপদ্রব কমতে পারে। সেজন্য ভ্যাকুয়াম ক্লিনারের মাধ্যমে ঘর পরিচ্ছন্ন রাখা জরুরি।

আপেল সিডার ভিনেগার: আপেল সিডার ভিনেগার সম্পর্কে অনেক কিছু লেখা হয়েছে এবং অনেকে মনে করেন এটি স্ক্যাবিসের চিকিৎসায় কার্যকর হতে পারে। এ ব্যাপারে বেশকিছু প্রমাণও রয়েছে।

আরও