শীতে বাড়তে পারে শিশুর জুভেনাইল আর্থ্রাইটিসের সমস্যা

আর্থ্রাইটিস অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই জানেন না। তবে সাধারণ বাতের চেয়ে জুভেনাইল আর্থ্রাইটিস একটু আলাদা।সময় মতো ধরা পড়লে এবং সঠিক চিকিৎসা হলে তা সেরে যায়।

দুষ্টুমি করা, দৌড়ে বেড়ানো- এসব শিশুর স্বাভাবিক আচরণ। কিন্তু যদি হঠাৎ করেই শিশু শান্ত হয়ে বসে থাকে, খেতে না চায়, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না পারে, তাহলে কিন্তু সেটি হেলা করার মতো বিষয় নয়। চিকিৎসকেরা বলছেন, এ সবই ‘জুভেনাইল আর্থ্রাইটিস’ এর লক্ষণ হতে পারে।

আর্থ্রাইটিস অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই জানেন না। তবে সাধারণ বাতের চেয়ে জুভেনাইল আর্থ্রাইটিস একটু আলাদা।সময় মতো ধরা পড়লে এবং সঠিক চিকিৎসা হলে তা সেরে যায়।

জুভেনাইল আর্থ্রাইটিসের লক্ষণ

ঘুম থেকে ওঠার পর অঙ্গ সঞ্চালন করতে না পারা, গাঁটে গাঁটে ব্যথা, ফোলা ভাব, জ্বর- এসব জুভেনাইল আর্থ্রাইটিসের লক্ষণ। অনেক শিশুর আবার গায়ে র‌্যাশও বেরোয়।কখনো কখনো শিশুর দৃষ্টিশক্তি ঝাঁপসা হয়ে আসে।

শীতে জুভেনাইল আর্থ্রাইটিস থেকে রক্ষা পেতে করণীয়

১) শরীর উষ্ণ রাখতে পারে এমন খাবার, পানীয় শিশুকে খাওয়াতে হবে। শিশুদের যাতে চট করে ঠান্ডা না লাগে এমন পোশাক পরাতে হবে। রাতে ঘুমোনোর আগে অস্থিসন্ধিতে গরম সেঁক দেয়া যেতে পারে।

২) বাতের ব্যথায় হাঁটাচলা করতে অসুবিধা হয়। কিন্তু একেবারে অচল হয়ে বসে থাকলেও সমস্যা বাড়বে। তার চেয়ে বরং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হালকা ব্যায়াম, হাঁটাহাটি, সাঁতারের মতো শরীরচর্চা করা যেতে পারে।

৩) প্রদাহজনিত ব্যথাবেদনা নিয়ন্ত্রণে রাখতে পারলে সমস্যা খানিকটা নিয়ন্ত্রণে রাখা যায়। তাই খাওয়াদাওয়ার দিকেও নজর দেয়া প্রয়োজন। ভিটামিন ডি রয়েছে এমন খাবার ডায়েটে থাকা জরুরি।

আরও