ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই)

ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে দরকার বাড়তি সতর্কতা

ব্যক্তি ও বয়সভেদে মূত্রনালির সংক্রমণের ভিন্নতা থাকে। বয়স্ক ব্যক্তি ও ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ইউটিআই ব্যাপক জটিলতা সৃষ্টি করে।

ব্যক্তি ও বয়সভেদে মূত্রনালির সংক্রমণের ভিন্নতা থাকে। বয়স্ক ব্যক্তি ও ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ইউটিআই ব্যাপক জটিলতা সৃষ্টি করে। এ কারণে অনেকের মধ্যে ডেলিরিয়াম বা বিভ্রান্তি দেখা দেয়। যদি বয়স্ক ব্যক্তিদের মধ্যে হঠাৎ আচরণে পরিবর্তন দেখা দেয় যেমন বিভ্রান্তি, উত্তেজনা, মেজাজ খিটখিটে থাকা তাহলে তা তার মূত্রনালিতে সংক্রমণের কারণেও হতে পারে।

ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা অনেক ক্ষেত্রে তাদের সমস্যাগুলো বলতে পারে না। তবে ওই লক্ষণগুলো দেখা দিলে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বিশেষ নজর রাখতে হবে। যাতে পরে তা ভয়াবহ রূপ ধারণ না করে। প্রাথমিক অবস্থায় এ রোগের চিকিৎসা শুরু করা জরুরি।

পুরুষদের তুলনায় নারীরা এটিতে বেশি আক্রান্ত হয়। বিশ্বের প্রায় অর্ধেক নারী তাদের জীবদ্দশায় কমপক্ষে একবার ইউটিআইয়ে আক্রান্ত হয়েছে।

যদি সঠিক অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয় তাহলে ইউটিআই সাধারণত আর কোনো সমস্যা সৃষ্টি করে না এবং সংক্রমণ দ্রুতই ভালো হয়ে যায়। সঠিক সময়ে চিকিৎসা করা না হলে কিডনির সমস্যা এবং রক্তে বিষক্রিয়াসহ বিভিন্ন ধরনের জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করা হলে পরবর্তিসময়ে আরো জটিল রোগের সৃষ্টি হয়। যেমন— কিডনির স্থায়ী ক্ষতি, মূত্রনালি সংকুচিত হওয়া, সংক্রমণের পুনরাবৃত্তি হওয়া, গর্ভবতী নারীদের অকাল জন্মের ঝুঁকিসহ আরো কিছু রোগ ।

আরও