মূত্রনালির বিভিন্ন সমস্যার মধ্যে ইউটিআই বা প্রস্রাবে সংক্রমণের সমস্যা ছোট-বড় সবার মধ্যেই কমবেশি দেখা দেয়। এটি ব্যাকটেরিয়ার কারণে ঘটে। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুরাও এ রোগে আক্রান্ত হতে পারে। তবে দ্রুত এবং সঠিক চিকিৎসা না হলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে।
শিশুদের মধ্যে বিভিন্ন উপায়ে ঘটতে পারে ইউটিআই সংক্রমণ। ব্যাকটেরিয়া মূত্রনালিতে প্রবেশ করে ও মূত্রাশয়, মূত্রনালি ও কিডনি পর্যন্ত তা ভ্রমণ করে ও সংখ্যা বাড়ায়। নবজাতকদের ক্ষেত্রে মল-মূত্রের ছোট কণাগুলো মূত্রনালিতে প্রবেশ করতে পারে। ফলে ইউটিআই সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। স্নায়বিক সমস্যার কারণেও অনেক ক্ষেত্রে এ সমস্যা হয়।
শিশুদের মধ্যে ইউটিআই বা মূত্রাশয় সংক্রমণ ব্যাকটেরিয়া মোকাবেলায় অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে চিকিৎসা করেন চিকিৎসকরা।
বাড়িতে চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে, শিশুকে বেশি করে পানি পান করানো উচিত। অথবা তরল খাবার বেশি করে দেয়া উচিত। এতে শিশুর ঘন ঘন প্রস্রাব হবে, ফলে বিষাক্ত পদার্থগুলো দ্রুত বাইরে বেরোতে পারবে। শিশুর বয়স ছয় মাসের কম হলে তাকে বেশি করে মায়ের দুধ পান করাতে হবে। শিশুদের ডায়াপার পরানোর পর মলমূত্রসহ দীর্ঘ সময় রেখে দিলে তা সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এজন্য নির্দিষ্ট সময় পর পর ডায়াপার বদলানো উচিত।
এছাড়া মূত্রনালিতে কোথাও কোনো সংক্রমণ আছে কিনা তা নির্ণয় করতে সে অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। এছাড়া কিডনিতে কোনো ক্ষতি হয়েছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। শিশুর খাদ্যাভ্যাস ও জীবনযাপন পরিবর্তনও জরুরি।