খাদ্যনালির প্রদাহ

ঝুঁকির কারণ

খাদ্যনালির প্রদাহ হলো খাদ্যনালির আস্তরণের প্রদাহ, যা শরীরের টিস্যুগুলোকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

খাদ্যনালির প্রদাহ হলো খাদ্যনালির আস্তরণের প্রদাহ, যা শরীরের টিস্যুগুলোকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। খাদ্যনালি মুখ থেকে পাকস্থলীতে খাবার বহন করে। বুকে অস্বস্তি হওয়া, ব্যথা পাওয়া, গিলতে অসুবিধা (ডিসফ্যাগিয়া) খাদ্যনালির প্রদাহের কিছু লক্ষণ। খাদ্যনালির প্রদাহের কারণগুলোর মধ্যে রয়েছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স সংক্রমণ, মুখে খাওয়া ওষুধ ও অ্যালার্জি। খাদ্যনালির প্রদাহের চিকিৎসা মূলত টিস্যুর ক্ষতি ও পরিমাণের ওপর নির্ভর করে। এ কারণে খাদ্যনালির আস্তরণের ক্ষতি হতে পারে এবং চিকিৎসা না করা হলে মুখ থেকে পেটে খাদ্য ও তরল পরিপাক ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে যেসব কারণে এ রোগের ঝুঁকি সৃষ্টি হয়—

 এইচআইভি বা এইডস, লিউকেমিয়া, ডায়াবেটিস বা লিম্ফোমা দ্বারা সৃষ্ট দুর্বল ইমিউন সিস্টেম

 হাইটাল হার্নিয়া

 বুকে যেকোনো ধরনের অস্ত্রোপচার

 কেমোথেরাপি

 বুকের রেডিয়েশন থেরাপি

 দীর্ঘস্থায়ী বমি

 স্থূলতা

 অ্যালকোহল ও সিগারেট গ্রহণ

 শরীরের কোনো অঙ্গ অস্ত্রোপচারের পর যখন ওষুধ নেয়া হয়

 অটোইমিউন রোগের চিকিৎসায় ব্যবহৃত ইমিউনোসপ্রেসিভ ওষুধ

 অ্যাসপিরিন ও অ্যান্টি-ইনফ্লেমেটরি ওষুধ

 অ্যালার্জি বা ইসোফ্যাজাইটিসের পারিবারিক ইতিহাস

আরও