বিজ্ঞান আর গবেষণার জাদুর কাঠি ছুঁয়ে চলতি বছরে উন্মোচিত হয়েছে ইতিহাসের বেশ কিছু চমকপ্রদ রহস্য। নতুন প্রযুক্তি আর প্রাচীন ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে উঠে এসেছে নানা অজানা কাহিনী। এগুলো শুধু আমাদের অতীতের মানুষের জীবনই নয়, বরং তাদের সংস্কৃতি, সম্পর্ক আর সমাজকেও নতুন করে বুঝতে সাহায্য করেছে।
পম্পেইর গল্পের নতুন মোড়:
খ্রিস্টপূর্ব ৭৯ সালে মাউন্ট ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে পম্পেই নগরী ধ্বংস হয়ে যায়। ছাইচাপা পড়ে থাকা এক নারী-শিশুর দৃশ্য এতদিন মা-ছেলের শেষ মুহূর্ত বলে ধরা হতো। কিন্তু ডিএনএ বিশ্লেষণ করে জানা গেছে, তারা মা-ছেলে ছিলেন না। বরং এক প্রাপ্তবয়স্ক পুরুষ একটি শিশুকে আঁকড়ে ধরে ছিলেন শেষ সময়ে।
ডেনমার্কের ৫ হাজার ২০০ বছরের পুরনো মানুষ:
‘ভিট্রুপ ম্যান’ নামে পরিচিত এক শিকারি আর জেলের গল্প জানা গেছে, যার জীবনের মোড় ঘুরে যায় ডেনমার্কে এসে। সে সময়ে তিনি শিকার থেকে কৃষির দিকে ঝুঁকেছিলেন। গবেষকরা মনে করেন, হয়তো তাকে বলি দেয়া হয়েছিল বা তিনি কোনো সংঘর্ষের শিকার হন।
ডেনমার্কের হিস্টোরিক্যাল মিউজিয়ামে ভিট্রুপ ম্যানের খণ্ডিত খুলি
নরওয়ের দুর্গের কুয়ো থেকে উঠে আসা রহস্য:
৮০০ বছর আগের একটি সংঘর্ষের সময় শত্রুর মৃতদেহ দুর্গের কুয়োতে ফেলে দেয়া হয়েছিল। গবেষণায় জানা গেছে, ওই মৃতদেহ স্থানীয় নয় বরং আক্রমণকারীদের দলে থাকা একজনের।
কাস্পার হাউজার: রাজপুত্র নাকি সাধারণ মানুষ:
জার্মানির কাস্পার হাউজারের রহস্যও উঠে এসেছে। ডিএনএ বিশ্লেষণে প্রমাণিত হয়েছে, রাজপরিবারের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তবে তিনি আসলে কে ছিলেন, সেই প্রশ্ন এখনো অমীমাংসিত।
বিটোফেনের শারীরিক কষ্টের রহস্য:
বিশ্ববিখ্যাত সুরকার লুডউইগ ভ্যান বিটোফেনের চুল বিশ্লেষণে পাওয়া গেছে সীসা, আর্সেনিক ও পারদের উপস্থিতি। এগুলো তার অসুস্থতার কারণ হতে পারে বলে ধারণা করা হয়।
বিটোফেনের চুল, যা গবেষণা করেই তার মৃত্যুর রহস্য উদঘাটন করা গেছে
গভীর গবেষণার ফলাফল:
টাইকো ব্রাহে ও জোহানেস কেপলারের কাজ আজও বিজ্ঞানীদের অনুপ্রাণিত করে। ব্রাহের ল্যাব থেকে পাওয়া কাগজের টুকরো এবং কেপলারের সৌরচক্র পর্যবেক্ষণ আমাদের সূর্যের ইতিহাস বুঝতে সাহায্য করেছে।
কেপলার তার বইয়ে সূর্যপৃষ্ঠে সূর্যের দাগের চিত্র এঁকেছিলেন
এভাবেই বিজ্ঞান অতীতের অজানা কাহিনিগুলোকে নতুন আলোয় নিয়ে আসছে। আমাদের অতীতকে আরো স্পষ্ট ও মজার করে তুলছে।