যেসব আকাশচুম্বী ভবনে কেউ বাস করে না

টিকে এলিভেটর টেস্টটুরম জার্মানির সবচেয়ে লম্বা ভবনগুলোর একটি। কিন্তু বিস্ময়করভাবে এই ভবনে কোনো অফিস বা বাসস্থান নেই।

জার্মানির ব্ল্যাক ফরেস্টের কাছে রটওয়েল শহরে একটি অদ্ভুত ভবন রয়েছে। এটি একটি দীর্ঘ আকাশচুম্বী ভবন। কিন্তু এতে কেউ বাস করে না।

এই ভবনটির নাম টিকে এলিভেটর টেস্টটুরম। এর উচ্চতা প্রায় ২৪৬ মিটার। এটি জার্মানির সবচেয়ে লম্বা ভবনগুলোর একটি। কিন্তু বিস্ময়করভাবে এই ভবনে কোনো অফিস বা বাসস্থান নেই।

এই ভবনের মূল কাজ হল এলিভেটর পরীক্ষা করা। ভবনের ভিতরে ১২টি শাফট রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের এলিভেটর পরীক্ষা করা হয়।

এ ধরনের পরীক্ষামূলক ভবন বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছে। যেমন, চীনের গুয়াংঝুতে হিটাচি কোম্পানির একটি পরীক্ষামূলক ভবন রয়েছে, যার উচ্চতা প্রায় ২৭৪ মিটার। এটি নিউইয়র্কের অনেক আকাশচুম্বী ভবন থেকেও লম্বা।

এই ভবনগুলোতে এলিভেটরগুলোকে বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা করা হয়। যেমন ভূমিকম্প, ঝড়, অথবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় এলিভেটর কীভাবে কাজ করবে তা পরীক্ষা করা হয়।

এই ধরনের পরীক্ষামূলক ভবন নির্মাণের মাধ্যমে এলিভেটর প্রযুক্তি উন্নত হচ্ছে। ফলে আমরা আরো নিরাপদ ও দ্রুত এলিভেটর পেতে পারব।

আরও